ডি মানি শীর্ষ দশ ওয়ালেট তালিকায়
প্রকাশঃ ১২:২৩ মিঃ, আগস্ট ২, ২০১৯
অ্যাপাক বিজনেস হেডলাইনসে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরে ডিমানির ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরা হয়। সিলিকন ভ্যালি ফেরত সোনিয়া বশির কবির ও আরিফ বশির ডিমানি সহ-প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্বনামধন্য উদ্যোক্তা অঞ্জন চৌধুরী।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির। ২০১৬ সালে বিল গেটসের কাছ থেকে সম্মানজনক ‘ফাউন্ডারস অ্যাওয়ার্ড’ পুরস্কার পান সোনিয়া বশির কবির। মাইক্রোসফটের এক লাখ কর্মীদের মধ্যে থেকে ১০ জনকে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়। এ পুরস্কার জেতার পাশাপাশি, সোনিয়া বশির কবির ২০১৭ সালে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের বৈশ্বিকভাবে ‘টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করা ১০’ জনের একজন বলেও স্বীকৃতি লাভ করেন।
তিনি বলেন, ‘একটি দেশকে অনুন্নত দেশের থেকে মধ্যম আয়ের দেশে আরোহণের ক্ষেত্রে ডিজিটাল অন্তর্ভুক্তি (পেমেন্ট সুবিধা অন্যতম বিবেচনায়) খুবই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।’ তিনি বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। পরে বুঝতে পারি অন্তর্ভুক্তিকে বৈশ্বিকভাবে দেখার ব্যাপারটা একট ক্ষীণ দৃষ্টিভঙ্গি রয়েছে। বিষয়টা হয় অন্তর্ভুক্তির ভেতরে অথবা বাইরে। মূল সমস্যা হলো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানদের নিয়ে ইকোসিস্টেম গড়ে তোলা এবং তাদের কার্যকরী পরিচালনা ও সফলতায় পণ্য ও সেবা প্রদান করা। আমরা আর্থিক অন্তর্ভুক্তি থেকে আর্থিকভাবে ভালো থাকায় ডিজিটাল ইকোসিস্টেমে তৈরিতে আমাদের ব্যবসায়িক কৌশল বিস্তৃত করছি। এ ইকোসিস্টেমে আমরা যে উদ্ভাবন দেখি তাই নিয়েই আমরা ডিমানিতে কাজ করেছি। আগামী সেপ্টেম্বরে ডি মানির উদ্বোধনের সময় আমরা আরও উদ্ভাবন ও টেক ডিসরাপশন নিয়ে আসবো।’
প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ বশির বলেন, ‘বাংলাদেশের বাজার অনেক বড়, কিন্তু সুবিধাবঞ্চিত। এ মুহূর্তে ডিজিটাল লাইফস্টাইল ও আর্থিক সেবার সবচেয়ে বেশি প্রয়োজন। এ চ্যালেঞ্জকে সামনে নিয়ে এ চাহিদা পূরণই ডিমানির লক্ষ্য। ডিমানি ইকোসিস্টেম ও অংশীদার তৈরিতে কাজ করবে এবং নগদ অর্থ থেকে ডিজিটাল রূপান্তরে বাধা দূরীকরণেও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।’
সোনিয়া বশির কবির ও আরিফ বশিরের নেতৃত্বে বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে ডিমানি। প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল আর্থিকখাতে নজির স্থাপনে অংশীদারিত্ব তৈরিতে কাজ করছে।
‘অন্যান্য বড় প্রতিষ্ঠানের সাথে আমরা এ তালিকায় থাকতে পেরে সম্মানিত। সামনের দিনগুলোতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিমানি অনেক সম্ভাবনা ও প্রবৃদ্ধি লক্ষ্য করছে। আমরা আমাদের নিজেদের সফটওয়্যার তৈরি করেছি এবং এক্ষেত্রে আমাদের শতভাগ মেধাসত্ত্ব রয়েছে। আমাদের নিজস্ব গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), কাস্টমার সাকসেস টিম এবং বিশ্বাসসযোগ্য ব্যবসায়িক অংশীদারদের নেটওয়ার্ক রয়েছে, বলেন সোনিয়া বশিয়া কবির।
Views : 2511
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা