~নাসরীন হামিদ~ ২৫/০৩/২৫

প্রকাশঃ ০৮:৫৬ মিঃ, মে ৩১, ২০২৫ Card image cap

~নাসরীন হামিদ~

২৫/০৩/২৫

:

হয়তো আসবে…

হয়তো কোনো এক নিঃসঙ্গ বিকেলে, যখন রোদ ঢলে পড়বে দিগন্তের ওপারে,

কখনো একলা রাতের নরম চাঁদনীতে, যখন নিঃশব্দ বাতাস বয়ে যাবে মন ছুঁয়ে,

হয়তো একদিন…

সে আসবে নীরবে, শব্দের বাহুল্য ছাড়াই,

তোমার চোখের গভীরতা পড়ে নেবে নিঃশব্দ ভাষায়।

সে বোঝাবে না, শুধু পাশে বসে থাকবে,

তোমার ভয়কে নিজের উষ্ণতায় মুছে দেবে।

হয়তো আসবে সে, অপ্রত্যাশিত কোনো সকালে,

হাত বাড়িয়ে বলবে— "তুমি আর একা নও।"

~নাসরীন হামিদ~

২৫/০৩/২৫


Views : 89