~নাসরীন হামিদ~ ২৫/০৩/২৫
প্রকাশঃ ০৮:৫৬ মিঃ, মে ৩১, ২০২৫
~নাসরীন হামিদ~
২৫/০৩/২৫
হয়তো আসবে…
হয়তো কোনো এক নিঃসঙ্গ বিকেলে, যখন রোদ ঢলে পড়বে দিগন্তের ওপারে,
কখনো একলা রাতের নরম চাঁদনীতে, যখন নিঃশব্দ বাতাস বয়ে যাবে মন ছুঁয়ে,
হয়তো একদিন…
সে আসবে নীরবে, শব্দের বাহুল্য ছাড়াই,
তোমার চোখের গভীরতা পড়ে নেবে নিঃশব্দ ভাষায়।
সে বোঝাবে না, শুধু পাশে বসে থাকবে,
তোমার ভয়কে নিজের উষ্ণতায় মুছে দেবে।
হয়তো আসবে সে, অপ্রত্যাশিত কোনো সকালে,
হাত বাড়িয়ে বলবে— "তুমি আর একা নও।"
~নাসরীন হামিদ~
২৫/০৩/২৫
Views : 89
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা