iPhone 17 Base Model: A18 Chip, 8GB RAM, 120Hz Display

প্রকাশঃ ১০:১৬ মিঃ, মে ৩১, ২০২৫ Card image cap

iPhone 17 বেস মডেলে থাকবে A18 চিপ, 8GB RAM, 120Hz ডিসপ্লে ও 24MP ফ্রন্ট ক্যামেরা, যা iPhone 16-এর তুলনায় ছোটখাটো আপগ্রেড। অনুবাদ ও সংকলন: Nasrin Hamid | Source: GF Securities, Ming-Chi Kuo, Ross Young

:

নতুন গুজব থেকে জানা যাচ্ছে, iPhone 17 বেস মডেল হয়তো অনেকের প্রত্যাশা পূরণ করবে না।

মূল তথ্য:

  • iPhone 17 বেস মডেলে থাকবে A18 চিপ, যা আগের iPhone 16 বেস মডেলের সঙ্গে একই।

  • এই চিপ তৈরি হবে TSMC-র 2nd gen 3nm (N3E) প্রসেস দিয়ে।

  • iPhone 17 Air মডেলে থাকবে A19 চিপ, আর Pro মডেলে A19 Pro চিপ, যা 3rd gen 3nm (N3P) প্রযুক্তিতে তৈরি।

  • RAM থাকবে 8GB, ঠিক iPhone 16-এর মতো। বিশিষ্ট বিশ্লেষক Ming-Chi Kuo এর আগে বলেছিলেন, Apple হয়তো 12GB RAM নিয়ে ভাবছে, কিন্তু Jeff Pu-এর তথ্য অনুযায়ী তারা 8GB-তেই স্থির হয়েছে।

  • নতুন ফিচার হিসেবে আসতে পারে 120Hz ডিসপ্লে (আগের 60Hz থেকে উন্নতি) এবং 24-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (আগের 12-মেগাপিক্সেলের পরিবর্তে)।

  • ডিসপ্লে সাইজ কিছুটা বড় হচ্ছে: 6.3 ইঞ্চি, যা iPhone 16-এর 6.1 ইঞ্চি থেকে একটু বেশি।

???? প্রকাশনা সম্ভাব্য সময়: সেপ্টেম্বর, 2025


Views : 103