নতুন দিনের সূচনা: বঙ্গবন্ধু স্যাটেলাইট
প্রকাশঃ ১১:৫০ মিঃ, মার্চ ২৯, ২০১৮
বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু প্যাডের দিকে এগিয়ে যাচ্ছে। ২৪ শে এপ্রিল স্যাটেলাইট চালু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধু উপগ্রহের প্রথম লঞ্চটি ফ্যালকন -৯ এর আপগ্রেড ব্লক -৫ সংস্করণে চালানো হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত থাকবেন গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে ফ্লোরিডা পর্যন্ত । পোস্ট, টেলিকমিউনিকেশন এবং আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারও এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে ২২ সদস্যের একটি দল Cape Canaveral এ উপস্থিতি থাকবেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু উদ্বোধন করেন দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র। সেই সময় থেকে চিন্তা ভাবনা চলতে থাকে নিজস্ব স্যাটেলাইট বা উপগ্রহের। বর্তমান সরকার ক্ষমতায় এসে এই প্রকল্পকে নতুন করে চালু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিটিআরসি ২০১৫ সালে স্যাটেলাইট তৈরির কাজে টেন্ডার ছাড়েন এবং চারটি আন্তর্জাতিক কোম্পানি, ফ্রেঞ্চ কোম্পানি থালেস অ্যালেনিয়া স্পেস, চীনের গ্রেট ওয়াল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, যুক্তরাষ্ট্রের ওরবিট এটিএ এবং কানাডার এমডিএ।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ প্রায় শেষ করে নিয়ে আসছে থালেস অ্যালেনিয়া স্পেস। জাতির পিতার নামে প্রথম স্যাটেলাইটের নামকরন করা হয়েছে বঙ্গবন্ধু-১। এই প্রকল্প শেষ হলে ৫৭ তম দেশ হিসেবে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ।
বর্তমান যুগে স্যাটেলাইট উৎক্ষেপণ করা বেশ লাভজনক বলে প্রমানিত হচ্ছে। পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার লক্ষ্যেই মানুষ মহাশূন্যে স্যাটেলাইট পাঠায়। স্যাটেলাইট কে বিভিন্নভাবে কাজে লাগানো সম্ভব। স্যাটেলাইটের কাজের উপর ভিত্তি করে একে তিন ভাগে ভাগ করা যায়-যোগাযোগ বা কমিউনিকেশন, বৈজ্ঞানিক গবেষণা বা ইমেজিং এন্ড সাইন্টিফিক সার্ভে এবং ন্যাভিগেশন।
বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু প্যাডের দিকে এগিয়ে যাচ্ছে। ২৪ শে এপ্রিল স্যাটেলাইট চালু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধু উপগ্রহের প্রথম লঞ্চটি ফ্যালকন -৯ এর আপগ্রেড ব্লক -৫ সংস্করণে চালানো হবে। স্যাটেলাইট উৎক্ষেপণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত থাকবেন গাজীপুরের গ্রাউন্ড স্টেশন থেকে ফ্লোরিডা পর্যন্ত । পোস্ট, টেলিকমিউনিকেশন এবং আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারও এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে ২২ সদস্যের একটি দল Cape Canaveral এ উপস্থিতি থাকবেন।
Views : 3234
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা