বাংলা ভয়েস টাইপিং করুন খুব সহজেই
প্রকাশঃ ০৩:৫৫ মিঃ, মার্চ ২৪, ২০১৮আপনার হাতে খাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই বাংলা টাইপ করুন। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে কতোইনা সহজ জীবনযাত্রা এখন। কোন প্রয়োজন নেই একটা করে অক্ষর লিখে টাইপ করার, শুধুমাত্র মুখে বলুন আর স্বয়ংক্রিয়ভাবে লেখা হবে বাংলা।
আপনার হাতে খাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই বাংলা টাইপ করুন। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে কতোইনা সহজ জীবনযাত্রা এখন। কোন প্রয়োজন নেই একটা করে অক্ষর লিখে টাইপ করার, শুধুমাত্র মুখে বলুন আর স্বয়ংক্রিয়ভাবে লেখা হবে বাংলা।এটার জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমেই প্লে-স্টোর থেকে রিদমিক কিবোর্ড ইনস্টল করুন , এরপর গুগল এ ঢুকে উপরের দিকে ডানপাশে একটা সিম্বল আছে সেখানে ক্লিক করলে সেটিংস-=ল্যাংগুয়েজ-বাংলাদেশ অপশনটি সিলেক্ট করুন । তারপর যেকোন একটা ম্যাসেজ অথবা ফেসবুক অথবা যেকোন লেখার অপশন সিলেক্ট করুন তারপর রিদমিক কিবোর্ড এর প্রভাত অপশনে যান এরপর গুগল ভয়েস টাইপিং-মাইক্রোফোন সিম্বলে প্রেস করে মুখে বলুন , ব্যাস হয়ে গেল সহজেই বাংলা টাইপিং। আরো সহজভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেথুন।
Views : 1595
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা