বাংলা ভয়েস টাইপিং করুন খুব সহজেই

প্রকাশঃ ০৩:৫৫ মিঃ, মার্চ ২৪, ২০১৮ Card image cap

আপনার হাতে খাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই বাংলা টাইপ করুন। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে কতোইনা সহজ জীবনযাত্রা এখন। কোন প্রয়োজন নেই একটা করে অক্ষর লিখে টাইপ করার, শুধুমাত্র মুখে বলুন আর স্বয়ংক্রিয়ভাবে লেখা হবে বাংলা।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

আপনার হাতে খাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই বাংলা টাইপ করুন। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে কতোইনা সহজ জীবনযাত্রা এখন। কোন প্রয়োজন নেই একটা করে অক্ষর লিখে টাইপ করার, শুধুমাত্র মুখে বলুন আর স্বয়ংক্রিয়ভাবে লেখা হবে বাংলা।এটার জন্য আপনাকে যা করতে হবে তা হলো প্রথমেই প্লে-স্টোর থেকে রিদমিক কিবোর্ড ইনস্টল করুন , এরপর গুগল এ ঢুকে উপরের দিকে ডানপাশে একটা সিম্বল আছে সেখানে ক্লিক করলে সেটিংস-=ল্যাংগুয়েজ-বাংলাদেশ অপশনটি সিলেক্ট করুন । তারপর যেকোন একটা ম্যাসেজ অথবা ফেসবুক অথবা  যেকোন লেখার অপশন সিলেক্ট করুন তারপর রিদমিক কিবোর্ড এর প্রভাত অপশনে যান এরপর গুগল ভয়েস টাইপিং-মাইক্রোফোন সিম্বলে প্রেস করে মুখে বলুন , ব্যাস হয়ে গেল সহজেই বাংলা টাইপিং। আরো সহজভাবে বোঝার জন্য নিচের ভিডিওটি দেথুন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন


Views : 1595