সেবায় মাইক্রোসফটের প্রযুক্তি
প্রকাশঃ ০৭:৫২ মিঃ, জুলাই ২৫, ২০১৮
মাইক্রোসফটের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশি নতুন উদ্যোগ (স্টার্টআপ) সেবা ডট এক্সওয়াইজেড
মাইক্রোসফটের সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশি নতুন উদ্যোগ (স্টার্টআপ) সেবা ডট এক্সওয়াইজেড। রাজধানীর গুলশানে মাইক্রোসফটের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি হয়। সই করেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর এবং সেবার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান ইমতিয়াজ। চুক্তি অনুযায়ী, সেবার জন্য প্রযুক্তি উন্নয়নে ক্লাউডভিত্তিক অ্যাজিউরসহ অন্যান্য সহযোগিতা করবে মাইক্রোসফট। সেবার সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ পান। আর ব্যবহারকারীরা অ্যাপ বা ওয়েবসাইটে দৈনন্দিন প্রয়োজনীয় সেবা হাতের নাগালে পেয়ে যান। চলতি বছরের মধ্যে প্ল্যাটফর্মে উদ্যোক্তার সংখ্যা ১০ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির।
Views : 1395
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা