ফেসবুকের ইন্টারনেট স্যাটেলাইট

প্রকাশঃ ১১:০৩ মিঃ, জুলাই ২৩, ২০১৮ Card image cap

২০০ কোটির বেশি মানুষ এরই মধ্যে ফেসবুক ব্যবহার শুরু করেছে। আরও বেশি ব্যবহারকারী চাইলে আরও বেশি মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে হবে । ইন্টারনেট স্যাটেলাইট সেই লক্ষ্যেরই অংশ।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

চলতি বছরে পাঠানো এক ই-মেইল বার্তায় ফেসবুক মুখপাত্র ‘ছোট আকারের পরীক্ষামূলক স্যাটেলাইট’-এর উল্লেখ করেন। যার প্রাথমিক নাম অ্যাথেনাএ বছরের শুরুর দিকে গুজব রটিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমটি আরেকটি স্যাটেলাইট প্রকল্প নিয়ে কাজ করছে। দূরবর্তী অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট স্যাটেলাইট তৈরি করছে ফেসবুক। মার্কিন ফেডারেল কমিউনিকেশন্স কমিশনের (এফসিসি) নথি ঘেঁটে এমনটাই জানিয়েছে তথ্যপ্রযুক্তি সাময়িকী ওয়্যার্ড। নথিগুলোর মধ্যে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এফসিসির কর্মকর্তা ও ফেসবুক মুখপাত্রদের মধ্যে বিনিময় হওয়া ই-মেইলও আছে। । এদিকে এফসিসির নথিতেও অ্যাথেনার উল্লেখ থাকায় ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে স্যাটেলাইটের বিষয়ে নিশ্চিত হয়েছে ওয়্যার্ড। তবে ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা বিস্তারিত কিছু জানায়নি। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে আগেও কাজ করেছে ফেসবুক। ২০১৬ সালেই আফ্রিকার কিছু অঞ্চলের জন্য ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার স্যাটেলাইট উড্ডয়নের কথা ছিল প্রতিষ্ঠানটির। তবে পরীক্ষা-নিরীক্ষার সময় স্পেসএক্সের রকেট বিস্ফোরিত হলে স্যাটেলাইটও হারায় ফেসবুক। ব্রডব্যান্ড সংযোগ নেই এমন অঞ্চলগুলোতে ইন্টারনেট পৌঁছে দিতে বড় অঙ্কের বিনিয়োগ করেছিল ফেসবুক। ইন্টারনেট ছড়িয়ে দিতে পারে ‘আকিরা’ নামের এমন ড্রোন নিয়েও কাজ শুরু করেছিল। তবে এ বছর তাও বন্ধ হয়ে যায়। গোটা বিশ্বকে যুক্ত করার যে লক্ষ্যের কথা ফেসবুক সব সময় বলে থাকে, তা নিজেদের ব্যবসায়ের প্রসার বাড়ানোর জন্যই। ২০০ কোটির বেশি মানুষ এরই মধ্যে ফেসবুক ব্যবহার শুরু করেছে। আরও বেশি ব্যবহারকারী চাইলে আরও বেশি মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে হবে । ইন্টারনেট স্যাটেলাইট সেই লক্ষ্যেরই অংশ। সূত্রঃ ম্যাশেবল


Views : 1279

সম্পর্কিত পোস্ট