প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে এক্সিম ব্যাংকের সৌজন্যে ল্যাপটপ বিতরণ
প্রকাশঃ ০৮:৪৯ মিঃ, নভেম্বর ১৯, ২০১৮
প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:
"One student One Laptop One Dream"
কর্মসূচীর আওতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত মেধাবী প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর উদ্যোগে এক্সিম ব্যাংকের সৌজন্যে ল্যাপটপ বিতরণ
Views : 1729
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা