হাল ধরেছেন নতুন মাঝী

প্রকাশঃ ০১:৫১ মিঃ, আগস্ট ১৪, ২০২৪ Card image cap

হাল ধরেছেন নতুন মাঝী

-মনিরুজ্জামান মনির

বিশেষ প্রতিনিধি:

হাল ধরেছেন নতুন মাঝী

-মনিরুজ্জামান মনির

১৩.০৮.২৪.

 

জোঁক কখনো হয়না কেঁচো

সুযোগ পেলেই রক্ত খায়,

জোঁকের মুখে লবন দিলেই

তবেই সেটা শিক্ষা পায়।

 

অত্যাচারী সুযোগ খোঁজে

মন মগজে নিজ নীতি,

আম জনতা সবই চিনে

কার কতটা দেশ প্রীতি!

 

বিপ্লব থেকে শিক্ষা হোক

প্রতি বিপ্লব যে ভয়ংকর

আমজনতার সরল আশা

দেশটা সদা হোক সবার।

 

হাল ধরেছেন নতুন মাঝী

সত্য ন্যায়ের জয়গানে,

প্রতি বিপ্লবও রুখে দিবে

দূরদৃষ্টি রেখে সবখানে।

 

জনগণ আজ দিশেহারা

চুন খেয়ে খেয়ে মুখপোড়া,

লক্ষ্য পূরণ ব্যর্থ হলেই

ছুটবে তাদের লাল ঘোড়া।

 


Views : 482