হাল ধরেছেন নতুন মাঝী
প্রকাশঃ ০১:৫১ মিঃ, আগস্ট ১৪, ২০২৪
হাল ধরেছেন নতুন মাঝী
-মনিরুজ্জামান মনির
হাল ধরেছেন নতুন মাঝী
-মনিরুজ্জামান মনির
১৩.০৮.২৪.
জোঁক কখনো হয়না কেঁচো
সুযোগ পেলেই রক্ত খায়,
জোঁকের মুখে লবন দিলেই
তবেই সেটা শিক্ষা পায়।
অত্যাচারী সুযোগ খোঁজে
মন মগজে নিজ নীতি,
আম জনতা সবই চিনে
কার কতটা দেশ প্রীতি!
বিপ্লব থেকে শিক্ষা হোক
প্রতি বিপ্লব যে ভয়ংকর
আমজনতার সরল আশা
দেশটা সদা হোক সবার।
হাল ধরেছেন নতুন মাঝী
সত্য ন্যায়ের জয়গানে,
প্রতি বিপ্লবও রুখে দিবে
দূরদৃষ্টি রেখে সবখানে।
জনগণ আজ দিশেহারা
চুন খেয়ে খেয়ে মুখপোড়া,
লক্ষ্য পূরণ ব্যর্থ হলেই
ছুটবে তাদের লাল ঘোড়া।
Views : 482
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা