মনোহরগঞ্জ উপজেলার সবকয়টি ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত, লাখো মানুষ পানিবন্দী হয়ে আছে

প্রকাশঃ ০৬:৫৮ মিঃ, আগস্ট ২৭, ২০২৪ Card image cap

ডাকাতিয়া নদীর তীরবর্তি কুমিল্লার মনোহরগঞ্জ  উপজেলার  সবকয়টি ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত, লাখো মানুষ পানিবন্দী হয়ে আছে। এই মুহূর্তে প্রয়োজন সুপেয় পানি, খাবার, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, শুকনো কাপড়।

বিশেষ প্রতিনিধি:

ডাকাতিয়া নদীর তীরবর্তি কুমিল্লার মনোহরগঞ্জ  উপজেলার  সবকয়টি ইউনিয়নের সবগুলো গ্রাম প্লাবিত, লাখো মানুষ পানিবন্দী হয়ে আছে।
স্থানীয়রা বলেন এই মুহূর্তে আমাদের মনোহরগঞ্জ উপজেলায় বড় পরিসরে ত্রাণ সহায়তার প্রয়োজন।এছাড়াও নৌকা, ট্রলার ও স্পীডবোট প্রয়োজন অনুযায়ী নেই যার দরুন প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌছানো সম্ভব হচ্ছেনা।।
ত্রাণের গাড়ি ঢাকা থেকে ছাড়ে কিন্তু মনোহরগঞ্জ এসে পৌঁছায় না। ঢাকা থেকে যারাই ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লা আসছে কাছাকাছি স্পটগুলোতে আসতেই শেষ হয়ে যাচ্ছে ত্রাণ। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারছে না এমন অভিযোগ স্থানীয়দের।

এই মুহূর্তে প্রয়োজন সুপেয় পানি, খাবার, ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, শুকনো কাপড়।
উপজেলাটি জলাঞ্চল হিসেবেও পরিচিত, এখানে রয়েছে ডাকাতিয়া নদী, বিস্তৃত বিল ও অসংখ্য খাল। 
১৯৯৮ ও ২০০৪ সালেও এখানে বন্যা হয়েছিলো তবে পানির উচ্চতা এতোটা হয়নি যেমনটা এবার হলো। খাবার ও ত্রাণের জন্য হাহাকার লাখো পানিবন্দী মানুষের।


Views : 633