১০টি জেলার ৩০০ ইউনিয়নে ফাইবার অপটিক্স ক্যাবল কানেকশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশঃ ০৫:৩১ মিঃ, আগস্ট ৫, ২০১৮ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি জেলার ৩০০ ইউনিয়নে ফাইবার অপটিক্স ক্যাবল কানেকশন উদ্বোধন করেন। ঘরে ঘরে প্রতিটি মানুষের হাতেই পৌছাবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল হবে সরকার, ডিজিটাল হবে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য-শিল্প হবে ডিজিটাল। ডিজিটাল হবে জীবনধারা।


Views : 1526