১০টি জেলার ৩০০ ইউনিয়নে ফাইবার অপটিক্স ক্যাবল কানেকশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশঃ ০৫:৩১ মিঃ, আগস্ট ৫, ২০১৮
প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:
আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি জেলার ৩০০ ইউনিয়নে ফাইবার অপটিক্স ক্যাবল কানেকশন উদ্বোধন করেন। ঘরে ঘরে প্রতিটি মানুষের হাতেই পৌছাবে দ্রুতগতির ইন্টারনেট। ডিজিটাল হবে সরকার, ডিজিটাল হবে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য-শিল্প হবে ডিজিটাল। ডিজিটাল হবে জীবনধারা।
Views : 1526
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা