৩৩৩ এর শুভ উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়
প্রকাশঃ ০৯:২৬ মিঃ, এপ্রিল ১২, ২০১৮
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হল থেকে ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে সরকারি তথ্য ও সেবা প্রদানের লক্ষ্যে এবং সামাজাকি সমস্যার প্রতিকারে কল সেন্টার ৩৩৩ এর শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন। অনুষ্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এবং জুনাইদ আহমেদ পলক (এমপি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী ।
Views : 1588
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা