তারবিহীন নতুন মাউস নিয়ে আসছে রাপু ব্র্যান্ড
প্রকাশঃ ০৭:৪৭ মিঃ, জুলাই ২৫, ২০১৮
রাপু ব্র্যান্ডের এমটি-৫৫০ মডেলের তারহীন মাউস বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ওয়্যারলেস ২.৪-জি, ব্লুটুথ ৩.০ ও ব্লুটুথ ৪.০ সমর্থন এবং রিয়েল টাইম ডিপিআই বোতাম থাকায় মাউসটি দিয়ে একাধিক কাজ করা যাবে। তা ছাড়া এতে আছে লেজার সেন্সর। ব্যাটারি লাইফ এক বছর। দাম ২ হাজার ১৫০ টাকা। বিক্রয়োত্তর সেবার মেয়াদ ২ বছর।
Views : 1323
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা