তারবিহীন নতুন মাউস নিয়ে আসছে রাপু ব্র্যান্ড

প্রকাশঃ ০৭:৪৭ মিঃ, জুলাই ২৫, ২০১৮ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

রাপু ব্র্যান্ডের এমটি-৫৫০ মডেলের তারহীন মাউস বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। ওয়্যারলেস ২.৪-জি, ব্লুটুথ ৩.০ ও ব্লুটুথ ৪.০ সমর্থন এবং রিয়েল টাইম ডিপিআই বোতাম থাকায় মাউসটি দিয়ে একাধিক কাজ করা যাবে। তা ছাড়া এতে আছে লেজার সেন্সর। ব্যাটারি লাইফ এক বছর। দাম ২ হাজার ১৫০ টাকা। বিক্রয়োত্তর সেবার মেয়াদ ২ বছর।


Views : 1323