'দূর্যোগ কালীন করণীয়' শীর্ষক সেমিনার
প্রকাশঃ ০৫:২০ মিঃ, মার্চ ২৮, ২০১৮
অদ্য সকাল ১০ ঘটিকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত “দূর্যোগ কালীন করণীয় শীর্ষক” সেমিনার আইসিটি টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব সুবির কিশোর চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকল সংস্থা প্রধান।সেমিনারে ফায়ার সার্ভিসের মেজর শাকিল অগ্নি দূর্ঘটানজনিত কারন, প্রতিকার ও তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। কারণ উন্নত ও উন্নয়নশীল দেশে অগ্নিকান্ড এখন একটা দূর্যোগে পরিণত হয়েছে। আধুনিক বিল্ডিং গুলোতে যে সকল আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ অন্যান্য সরঞ্জাম ব্যবহার করা হয় তা বেশির ভাগই অগ্নিকান্ড জনিত দূর্ঘটনায় খুব দ্রুত ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট। তাই খুব দ্রুত করণীয় নির্ধারণ করতে হয় এবং জীবন বাঁচানোর জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা প্রয়োজন। এখন সময় হয়েছে নিজে এবং অন্যদের সচেতন করার। অন্যথায় এ দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক, নিতাই দে সরকার ভূমিকম্প ও বজ্রপাত সম্পর্কে ২টি ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশান উপস্থাপন করেন এবং এসব দূর্যোগ কালীন সময়ে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা করেন। বজ্রপাত সাধারণত এপ্রিল থেকে জুন মাসে খুব বেশি হয়ে থাকে।
ভূমিকম্পে ২০০৯ সালে ২২ বার কেঁপে উঠে বাংলাদেশ এবং ২০১০ সালে ২৪ বার। তাই এ বিষয়গুলোতে সচেতনতা বাড়ানো খুব জরুরি। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি নির্বাপন বিষয়ে হাতে কলমে মহড়ার মাধ্যমে প্রশিক্ষণ দেন। এভাবেই সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন ।
Views : 1396
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা