বিশ্ববিদ্যালয় ও আইসিটি/হাই-টেক ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপন করছে আইসিটি ডিভিশন
প্রকাশঃ ০১:২৫ মিঃ, মে ২৯, ২০১৮
বিশ্ববিদ্যালয় ও আইসিটি/হাই-টেক ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাবরেটরি স্থাপন করছে। এ ল্যাবগুলো শিক্ষাদানের পাশাপাশি ছাত্র-শিক্ষকসহ অন্যান্য গবেষকদের গবেষণার কাজে ব্যবহৃত হবে। সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) এর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে (১) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Software Testing & Quality Assurance Lab; (২) ঢাকা বিশ্ববিদ্যালয়ে Animation Lab ও Audio Visual Lab, (৩) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Robotic Lab, (৪) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Big Data Analytics Lab, (৫)পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Advance Computing Lab, (৬) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে Computer Network Analysis and Cyber Security Lab, (৭) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, নাটোরে Digital Computer Lab স্থাপন করা হয়েছে। এছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা প্রকৌশল ও প্রযুক্তি বিম্ববিদ্যলয়, বঙ্গবন্ধু শেখ মুজিব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে ল্যাব সৃষ্টির প্রক্রিয়া চলমান রযেছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বেসরকারি বিশ্ববিদ্যায় ULAB এ একটি IOT ল্যাব তৈরীর সকল প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। অন্যদিকে জেলা পর্যায়ে (১২টি জেলায়) আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের মাধ্যমে ৯ টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে।
চলমান প্রকল্প
‘বঙ্গবন্ধু হাই-টেক সিটি’
‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’
সিলেট ইলেক্ট্রনিক সিটি প্রকল্প
বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক স্থাপন” শীর্ষক প্রকল্প।
'শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্প'
১২ আইটি পার্ক প্রকল্প
সমাপ্ত কর্মসূচি
জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক (১৬ টি আইটি কোম্পানী কাজ করছে)
চলমান কর্মসূচি
শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, নাটোর স্থাপন শীর্ষক কর্মসূচি
Views : 2107
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা