জে সি আই ঢাকা ফাউন্ডার্স এবং বিডিজবসের আয়োজনে শুরু হতে যাচ্ছে -' ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩'

প্রকাশঃ ০১:৫১ মিঃ, সেপ্টেম্বর ৫, ২০২৩ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

জেসিআই ঢাকা ফাউন্ডার্সের আয়োজনে শুরু হল এক ভিন্ন ধরনের চাকুরী মেলা - 'ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩।' এই আয়োজনে অংগ্রহন করেছেন ৩০ টির বেশি প্রতিষ্ঠান যেখানে ১০০ টি পদের জন্য প্রায় ৩০০ জনের বেশি লোকবল নেয়া হবে এই ক্যারিয়ার কানেক্ট এক্সপো ২০২৩ এর মাধ্যমে। পুরো আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে দেশের সবেচেয়ে বড় চাকুরীর অনলাইনে বাজার - বিডিজবস ডট কম।

ক্যারিয়ার কানেক্ট এক্সপোর রয়েছে দুইটি অংশ। প্রথম অংশে আগ্রহী প্রার্থীরা অনলাইনে সবগুলো চাকুরী দেখে নিজের পছন্দানুযায়ী অনলাইনে সিভি জমা দিতে পারবে, এছাড়া ও রয়েছে অনলাইনে টেস্টে অংশগ্রহনের সুযোগ। অনলাইনে সিভি জমা এবং টেস্টে অংশগ্রহনের সময় শুরু হল আজকে থেকে, চলবে পুরো সপ্তাহ জুড়ে। এই আয়োজনের দ্বিতীয়াংশে রয়েছে মৌখিক পরীক্ষার সুযোগ, অনলাইন থেকে সিভি দেখে এবং স্ক্রিনিং টেস্টের রেজাল্টের উপরে নির্ভর করে সেরাদের ডাকা হবে মৌখিক স্বাক্ষাতকারের জন্য ।

জেসিআই ঢাকা ফাউন্ডার্সের লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রহমান বলেন- 'উদ্যোক্তাদের জন্য বরাবরই তার ব্যবসায়ে সঠিক মানুষটি বেছে নেয়া সবচেয়ে কঠিন কাজের একটি। চিরাচরিত চাকুরীর মেলা থেকে আশানুরূপ ভালো ফলাফল না আশায়, ব্যাপারটিকে আমরা অনলাইন এবং অফলাইনের সমন্বয়ে একটু ভিন্নরকম আয়োজনে সাজিয়েছি। শর্ট লিস্টেড সব ক্যান্ডিডেটদের নিয়ে আমরা ম্যাচ -মেকিং এর ব্যবস্থা করব কোম্পানিগুলোর সাথে। আমাদের চেস্টা থাকবে, যোগ্য প্রার্থীরা যেন ইন্টারভিউর দিনেই এপোয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যায়'।

বিডিজবস এর প্রধান নির্বাহী জনাব এ কে এম ফাহিম মাশরুর বলেন- 'নতুন উদ্যোক্তাদের সংগঠন জে সি আই ঢাকা ফাউন্ডার্স এর আয়োজনে ক্যারিয়ার কানেক্ট ২০২৩ এ থাকতে পেরে বিডিজবস আনন্দিত। আমরা বরাবরি নিয়োগ প্রক্রিয়াকে সহজ এবং সফল করতে সহায়তা করি। ক্যারিয়ার কানেক্ট - রিক্রুটার এবং আগ্রহী প্রার্থীদের এক নতুন ধরনের অভিজ্ঞতা দিবে বলে আমরা মনে করি।'

জেসিআই ঢাকা ফাউন্ডার্স আয়োজিত ক্যারিয়ার কানেক্টের পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের EDGE প্রকল্প, রয়েছে ইকমার্স এসোসিয়েশন - ইক্যাব, কল সেন্টার এসোসিয়েশন - বাক্য, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- ক্যানভাস, ব্যাকস্পেস এবং বিজকোপ, ইভেন্ট ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই ক্যারিয়ার কানেক্টে এক্সপোতে আগ্রহীরা bdjobs.com এবং easy.jobs থেকে সরাসরি আবেদন করতে পারবেন - https://bdjobs.com/jobfair/virtual/default.asp


Views : 941

সম্পর্কিত পোস্ট