পর্যাপ্ত ত্রাণ ও খাবারের জন্য হাহাকার কুমিল্লার সবচেয়ে নিচু অঞ্চল মনোহরগঞ্জে
প্রকাশঃ ০৩:৩৪ মিঃ, আগস্ট ২৬, ২০২৪
পর্যাপ্ত ত্রাণ ও খাবারের জন্য হাহাকার কুমিল্লার সবচেয়ে নিচু অঞ্চল মনোহরগঞ্জে।
কুমিল্লার মধ্যে সবচেয়ে নিচু অঞ্চল হিসেবে খ্যাত মনোহরগঞ্জ, যার আরেক নাম কুমিল্লার জলাঞ্চল। অন্যান্য অঞ্চলে বন্যার ব্যাপ্তি ১ সপ্তাহ বা সর্বোচ্চ ১০ দিন।আর মনোহরগঞ্জ এর বন্যার ব্যাপ্তি মাস ব্যাপি অনেক সময় দুই মাস ও লাগে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বন্যার খবর পর্যাপ্ত মিডিয়া কভারেজের অভাবে দেশবাসীর কাছে ঠিকভাবে পৌঁছাচ্ছে না বলে স্থানীয়রা অনেকেই অভিযোগ করেন, স্থানীয়রা অনেকেই বিক্ষিপ্তভাবে সাহায্যের চেষ্টা করছেন যা পর্যাপ্ত নয়। মনোহরগঞ্জ উপজেলার সব ইউনিয়নের গ্রাম প্লাবিত এবং অবস্থা তেমন ভালো নয়, সবাই পানিবন্দী হয়ে আছে।
স্থানীয়রা বলেন এই মুহূর্তে আমাদের মনোহরগঞ্জ উপজেলায় বড় পরিসরে ত্রাণ সহায়তার প্রয়োজন।
এছাড়াও নৌকা, ট্রলার ও স্পীডবোট প্রয়োজন অনুযায়ী নেই বললেই চলে।
পর্যাপ্ত খাবার ও ত্রাণসামগ্রীসহ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন দেয়ার আহ্বান এলাকাবাসীর মনোহরগঞ্জ এর দিকে।
ফেনী, কুমিল্লার সকল পানি ডাকাতিয়া হয়ে মনোহরগঞ্জ দিয়ে মেঘনা তে পতিত হয়। তাই মনোহরগঞ্জ আর দাড়ানোর মত কোন ভূমি অবশিষ্ট নেই। অর্থনৈতিক ভাবে ও মনোহরগঞ্জ অনেক পিছিয়ে।অনেক মানুষ না খেয়ে দিনাতিপাত করছে। ১৯৯৮,২০০৪ এর বন্যায় সেম অবস্থা হয়েছিলো এখানে, অনেকদিন পর পানি নেমেছিলো।
Views : 982
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা