১০ লাখ ডলার উধাও রুশ ব্যাংক থেকে

প্রকাশঃ ১১:১৩ মিঃ, জুলাই ২৪, ২০১৮ Card image cap

প্রায় ১০ লাখ ডলারের সমমানের অর্থ চুরি হয়ে গেছে রাশিয়ার শিল্প ও বিনিয়োগ খাতের আর্থিক প্রতিষ্ঠান পিআইআর ব্যাংক থেকে । ৩ জুলাই ব্যাংকের বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হয়

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

প্রায় ১০ লাখ ডলারের সমমানের অর্থ চুরি হয়ে গেছে রাশিয়ার শিল্প ও বিনিয়োগ খাতের আর্থিক প্রতিষ্ঠান পিআইআর ব্যাংক থেকে । ৩ জুলাই ব্যাংকের বেশ কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সন্দেহজনক লেনদেন হয়। সাইবার নিরাপত্তা সংস্থা ‘গ্রুপ আইবি’কে নিযুক্ত করা হয় বিষয়টি খতিয়ে দেখার জন্য। পিআইআর ব্যাংক হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে পরবর্তী সময়ে নিশ্চিত করে সংস্থাটি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানিটেকার নামের একদল হ্যাকার এই অর্থ চুরির সঙ্গে জড়িত। একই হ্যাকার দলটি গত বছর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া থেকে প্রায় ১ কোটি ডলার হাতিয়ে নিয়েছিল । তদন্তের প্রতিবেদনে বলা হয়, একবারে নয় বরং কয়েকবার ব্যাংকের কম্পিউটাকে প্রবেশ করে অর্থ পাচার করে হ্যাকার দলটি। ব্যাংক কর্মকর্তারা বিষয়টি টের পেয়ে লেনদেন বন্ধ করার চেষ্টা করেন । তবে এর আগেই প্রায় ৭ লাখ ইউরো বা ৯ লাখ ১০ হাজার ডলার সরিয়ে নেয় হ্যাকার দলটি। ব্যাংক কর্মকর্তারা বেশ কিছু অর্থ ফিরিয়ে আনায় সফল হলেও তার পরিমাণ বেশি নয় । হ্যাকার দলটি মে মাসের শেষ দিক থেকেই ব্যাংকটির কম্পিউটারে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল । পরে হ্যাকার দলটি ব্যাংকের রাউটারের মাধ্যমে অভ্যন্তরীণ নেটওয়ারর্কে প্রবেশ করে। ব্যাংকের কম্পিউটারে প্রবেশের পর দীর্ঘদিন সময় নেয় হ্যাকার দলটি। অর্থ লেনদেনের জন্য উপযুক্ত ব্যাংকের অভ্যন্তরীণ একটি কম্পিউটারকে বেছে নেয় তারা। এরপর ব্যাংকের সংবেদনশীল তথ্য ব্যবহার করে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম করে অর্থ হাতিয়ে নেয়। ২০১৬ সালে রাশিয় প্রথম মানিটেকার হ্যাকার দলে কবলে পড়ে প্রায় ২ মিলিয়ন ডলার খুইয়েছিল।


Views : 1207