নতুন তিনটি ফোন নিয়ে আসলো নকিয়া

প্রকাশঃ ১১:৩৮ মিঃ, মে ৩০, ২০১৮ Card image cap

উন্মোচন হল নকিয়া ২.১ , নকিয়া ৩.১, আর নকিয়া ৫.১। মঙ্গলবার রাশিয়ার মস্কোতে এক ইভেন্টে এই তিনটি ফোন উন্মোচন করেছে নকিয়া। 

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

উন্মোচন হল নকিয়া ২.১ , নকিয়া ৩.১, আর নকিয়া ৫.১। মঙ্গলবার রাশিয়ার মস্কোতে এক ইভেন্টে এই তিনটি ফোন উন্মোচন করেছে নকিয়া। উন্মোচন হওয়া নতুন ফোন তিনটি যথাক্রমে গত বছর লঞ্চ হওয়া নকিয়া ২, নকিয়া ৩ এবং নকিয়া ৫ এর আপডেটে ভেরিয়েন্ট। এর মধ্যে নকিয়া ৩.১ আর নকিয়া ৫.১ এ থাকবে নতুন ১৮ঃ৯ ডিসপ্লে প্যানেল। যদিও নকিয়া ২.১ এ ব্যাবহার হয়েছে ১৬ঃ৯ একটি  ডিসপ্লে। নতুন নকিয়া ৩ (২০১৮) আর নতুন নকিয়া ৫ (২০১৮) ফোনদুটি গুগল এর এ্যান্ডয়েড ওয়ান প্রযেক্টের সাথে যুক্ত। আর নতুন নকিয়া ২(২০১৮) এ চলবে লেটেস্ট এ্যান্ডয়েড ওয়ান (গো এডিশন)  

 

নকিয়া ২.১ , নকিয়া ৩.১ এবং নকিয়া ৫.১ এর স্পেসিফিকেশান

নকিয়া ২.১ এ থাকবে এ্যান্ডয়েড ওয়ান (গো এডিশন)। এই ফোনে থাকবে একটি ৫.৫ ইঞ্চি ডিওপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৪২৫  চিপসেট,  এর সাথেই থাকবে ১গিবি র‍্যাম আর ৪০০০ mAh ব্যাটারি। কোম্পানি দাবি করেছে এই ফোনে দুই দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে।
 নকিয়া ২.১ এ রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে এলিডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ৮গিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।মূল্য ১১৫ ডলার বা প্রায় ১০ হাজার টাকা।

নকিয়া ৩.১ চলবে লেটেস্ট এ্যান্ডয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে ৫.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর মিডিয়াটেক MT6750 চিপসেট আর ২ গিবি/৩গিবি র‍্যাম ।

নকিয়া ৩.১ এ রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে এলিডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ২৯৯০ mAh ব্যাটারি থাকবে নকিয়া ৩.১ এ।  ১৬/৩২ গিবি  ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে।এনএফসি সমৃদ্ধ সবচাইতে কমদামী ফোন হবে এটি। মূল্য ১৬০ ডলার থেকে শুরু, অর্থাৎ ১৩ হাজার ৫০০ টাকা।

নকিয়া ৫.১ চলবে লেটেস্ট এ্যান্ডয়েড ওরিও ৮.১ অপারেটিং সিস্টেমে। এই ফোনে থাকবে ৫.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে অক্টাকোর মিডিয়াটেক MT6755S চিপসেট আর ২ গিবি/৩গিবি র‍্যাম

নকিয়া ৫.১ এ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে রয়েছে এলিডি ফ্ল্যাশ। এছাড়াও ফোনের সামনে রয়েছে ৮মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।৩০০০ মাইক্রো অ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে নকিয়া ৫.১ এ। ১৬/৩২ গিবি  ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। মূল্য থাকবে ২১৮ ডলার বা ১৮ হাজর ৫০০ টাকা থেকে শুরু।


Views : 1436