ভিসা কার্ডে বাগডুম ছাড়!
প্রকাশঃ ১১:৪৬ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৭
দেশি ইকমার্স সাইট বাগডুম ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে। সম্প্রতি ভিসা ও এসএসএল কমার্সের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ফলে যেকোনো ভিসা ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বাগডুম ডটকম থেকে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ১১ শতাংশ অবধি ছাড় উপভোগ করতে পারবেন।
Views : 1240
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা