ভিসা কার্ডে বাগডুম ছাড়!

প্রকাশঃ ১১:৪৬ মিঃ, সেপ্টেম্বর ২১, ২০১৭ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

দেশি ইকমার্স সাইট বাগডুম ভিসা কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা দিয়েছে। সম্প্রতি ভিসা ও এসএসএল কমার্সের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ফলে যেকোনো ভিসা ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বাগডুম ডটকম থেকে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ১১ শতাংশ অবধি ছাড় উপভোগ করতে পারবেন।


Views : 1240

সম্পর্কিত পোস্ট