বেসিসের বর্তমান কমিটির মেয়াদ বাড়ল ৬ মাস, নির্বাচন বাতিল
প্রকাশঃ ০৩:৫৫ মিঃ, মার্চ ২৭, ২০১৮
বহুল প্রতিক্ষীত বেসিস নির্বাচন বাতিল করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।
বহুল প্রতিক্ষীত বেসিস নির্বাচন বাতিল করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন বাতিল করে নতুন পুন:তফশিল ঘোষণার নির্দেশ দিয়েছে। বেসিসের ১১ জন সদস্যের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় সম্প্রতি এ নির্দেশনা দেয়। তবে বহুল প্রতিক্ষীত বেসিস নির্বাচন বাতিল করায় অনেক সদস্যই ফেসবুক বার্তায় তাদের হতাশা ব্যক্ত করেছেন ।
একই আদেশে আরোও বলা হয়েছে, ৩১ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করে নির্বাচনের পুন:তফসিল ঘোষণা করতে হবে।বলা যায় বর্তমান কমিটিকে নির্বাচনের ব্যবস্থা করতে সময় দেওয়া হয়েছে। তাই মেয়াদও বাড়ানো হয়েছে ৬ মাস।
Views : 1225
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা