অবশেষে বেসিস নির্বাচন ৩১ মার্চেই হতে যাচ্ছে
প্রকাশঃ ১০:১৭ মিঃ, মার্চ ২৮, ২০১৮
বেসিসের সাবেক সভাপতি ও বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার নির্বাচন বাতিল হওয়ার বিষয়টি চমৎকারভাবে খুব দ্রুত সমাধান করে দিয়েছেন । মোস্তাফা জব্বারের অনুরোধে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বেসিস নির্বাচন বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি বা সিদ্ধান্ত প্রত্যাহার করার বিষয়ে আশ্বস্ত করেছেন। বর্তমান তফসিলে ৩১ মার্চেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস নির্বাচন ।বেসিস এর নির্বাচন বাতিল হওয়ায বেসিস এর বর্তমান সভাপতি আলমাস কবীর, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামানসহ একটি প্রতিনিধি দল মঙ্গলবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে দেখা করেন ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বাণিজ্যমন্ত্রী জনাব তোফায়েল আহমেদকে আশ্বস্ত করেন যে, বেসিসের বর্তমান সমস্যাগুলো নতুন বোর্ড এসে সমাধান করে দেবে। তাই ডিটিওর সিদ্ধান্ত প্রত্যাহার করে ৩১ মার্চ বেসিস নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন । এরপর বাণিজ্যমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশ্বস্ত করেন।
মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে বিষয়টি দ্রুত সমাধান করায় বেসিস নির্বাচন এর বর্তমান প্রার্থী ও অনেক বেসিস সদস্যগণ ফেসবুক বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । এছাড়াও বেসিসের বর্তমান সমস্যাগুলো নতুন বোর্ড এসে সমাধান করে দিবে মর্মে মন্ত্রী বাণিজ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন।
Views : 1219
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা