০৬টি জেলায় দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়
প্রকাশঃ ০৮:০৪ মিঃ, এপ্রিল ১১, ২০১৮
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় আজ বিকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ইনফো সরকার ৩য় পার্যায় প্রকল্পের ০৬টি জেলায় দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ আজ বিকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ইনফো সরকার ৩য় পার্যায় প্রকল্পের ০৬টি জেলায় দ্রুতগতির ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন করেন। জেলাগুলো হলো চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া, ঝালকাঠি, ঝিনাইদহ ও গোপালগঞ্জ। একই সাথে মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফরেন্সিক ল্যাবও উদ্বোধন করেন।
Views : 2151
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা