আলমাস কবির বেসিসের নতুন সভাপতি: অভিনন্দন

প্রকাশঃ ০৪:৩২ মিঃ, এপ্রিল ১, ২০১৮ Card image cap

নতুন সভাপতি নির্বাচিত হয়ে সৈয়দ আলমাস কবীর বলেছেন, ভোটাররা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা ন্যায় ও সত্যের পক্ষে আছেন । আমরা সবাইকে নিয়েই সামনে এগোব। সবাইকে নিয়ে বেসিস, বেসিস সদস্য এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিতে কাজ করবো।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

শনিবার অনুষ্ঠিত বহুল প্রতিক্ষিত বেসিস নির্বাচনে ২০১৮-১৯ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টিম হরাইজন এর দলনেতা সৈয়দ আলমাস কবীর। সিনিয়র সহ সভাপতি হয়েছেন ফারহানা এ রহমান। নতুন সভাপতি নির্বাচিত হয়ে সৈয়দ আলমাস কবীর বলেছেন, ভোটাররা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা ন্যায় ও সত্যের পক্ষে আছেন । আমরা সবাইকে নিয়েই সামনে এগোব। সবাইকে নিয়ে বেসিস, বেসিস সদস্য এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিতে কাজ করবো।

 

এবারের নির্বাচনে বর্তমান সভাপতি আলমাস কবীরের নেতৃত্বে ‘টিম হরাইজন’ , মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে প্যানেল ‘টিম বিজয়’ প্রতিদ্বন্দ্বীতা করেছে। এছাড়া তথ্যপ্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণ ক্রমশ বাড়ছে, যা ডিজিটাল অগ্রযাত্রাকে আরোও সাফল্যমন্ডিত করছে। তথ্যপ্রযুক্তিতে নারী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার নেতৃত্বে ‘প্যানেল উইন্ড অব চেইঞ্জ’ প্রতিদ্বন্দ্বীতা করেছে।

 

অভিন্দন নবনির্বাচিত সকলকে, তথ্যপ্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিতে সাহসি ও দৃষ্টান্তমূলক কাজ করাই সকলের প্রত্যাশা।


Views : 1332

সম্পর্কিত পোস্ট