"ভার্চুয়াল ফিটিং ডিভাইস" দেখিয়ে দিবে পোশাকটি পরলে কেমন দেখাবে আপনাকে।
প্রকাশঃ ১১:১১ মিঃ, মে ৩০, ২০১৮
দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড "এক্সটাসি" র যমুনা ফিউচার পার্কের আউটলেটেও ভার্চুয়াল ফিটিং ডিভাইস রয়েছে ।
আমরা সবাই পোশাক কেনার আগে তা কেমন দেখা্ব, মানাবে কি না, তা জানতে খুব ইচ্চা হয়।এই নিয়ে বহু ঝামেলা
করতে হয় ক্রেতাদের। বিভিন্ন দোকানে ট্রায়াল দেওয়ার ব্যবস্থাও ভালো থাকে না। এ কারণে অনেকেই পোশাক কিনে বাড়িতে
নেওয়ার আগে পরে দেখতে পারেন না। ফলে পোশাকটি কেমন লাগবে তা আগে থেকে যাচাই করা সম্ভব হয় না। পোশাকটি
বাসায় নিয়ে দেখল ফিট হচ্ছে না।
কিন্তু এবার সে সমস্যা সমাধান আসল।
ভার্চুয়াল ফিটিং ডিভাইস পোশাকটি না কিনেই আপনাকে কতটা মানাবে তা দেখিয়ে দেবে। আধুনিক প্রযুক্তির সহায়তায়
পোশাক পরলে কেমন লাগবে, কেনার আগেই জানাতে পারে এই ডিভাইসটি। চাইলে ঝটপট পরিবর্তনও করা যাবে পোশাকের
রং ও নকশা।
আর এজন্য অবশ্য ক্রেতাদের কষ্টও করতে হবে না তেমন, ছবি তুলে পোশাকের মডেল নির্বাচন করলেই স্ক্রিনে দেখা যাবে।
চীনে শুরু হওয়া বিগ ডাটা সম্মেলনে ভার্চুয়াল ফিটিং ডিভাইসটি প্রদর্শন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান
আলীবাবা। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড "এক্সটাসি" র যমুনা ফিউচার পার্কের আউটলেটেও ভার্চুয়াল ফিটিং ডিভাইস রয়েছে ।
Views : 1477
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা