"ভার্চুয়াল ফিটিং ডিভাইস" দেখিয়ে দিবে পোশাকটি পরলে কেমন দেখাবে আপনাকে।

প্রকাশঃ ১১:১১ মিঃ, মে ৩০, ২০১৮ Card image cap

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড "এক্সটাসি" র যমুনা ফিউচার পার্কের আউটলেটেও ভার্চুয়াল ফিটিং ডিভাইস রয়েছে । 

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

আমরা সবাই পোশাক কেনার আগে তা কেমন দেখা্ব, মানাবে কি না, তা জানতে খুব ইচ্চা হয়।এই নিয়ে বহু ঝামেলা
করতে হয় ক্রেতাদের। বিভিন্ন দোকানে ট্রায়াল দেওয়ার ব্যবস্থাও ভালো থাকে না। এ কারণে অনেকেই পোশাক কিনে বাড়িতে
নেওয়ার আগে পরে দেখতে পারেন না। ফলে পোশাকটি কেমন লাগবে তা আগে থেকে যাচাই করা সম্ভব হয় না। পোশাকটি
বাসায় নিয়ে দেখল ফিট হচ্ছে না।
কিন্তু এবার সে সমস্যা সমাধান আসল।
ভার্চুয়াল ফিটিং ডিভাইস পোশাকটি না কিনেই আপনাকে কতটা মানাবে তা দেখিয়ে দেবে। আধুনিক প্রযুক্তির সহায়তায়
পোশাক পরলে কেমন লাগবে, কেনার আগেই জানাতে পারে এই ডিভাইসটি। চাইলে ঝটপট পরিবর্তনও করা যাবে পোশাকের
রং ও নকশা।
আর এজন্য অবশ্য ক্রেতাদের কষ্টও করতে হবে না তেমন, ছবি তুলে পোশাকের মডেল নির্বাচন করলেই স্ক্রিনে দেখা যাবে।
চীনে শুরু হওয়া বিগ ডাটা সম্মেলনে ভার্চুয়াল ফিটিং ডিভাইসটি প্রদর্শন করেছে বিশ্বের অন্যতম শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান
আলীবাবা। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড "এক্সটাসি" র যমুনা ফিউচার পার্কের আউটলেটেও ভার্চুয়াল ফিটিং ডিভাইস রয়েছে । 


Views : 1477