তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশঃ ০৯:৪৮ মিঃ, মার্চ ২৭, ২০১৮
মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেন ,
- আঁধার অতিক্রম করে আজ আমরা নতুন সূর্য উঠার দিনে দাঁড়িয়ে আছি।
- ১১ মার্চ ১৯৪৭ ভাষা আন্দোলন দিয়ে প্রথম যে আন্দোলন এর সূচনা করেছিলেন তা-ই পরবর্তীতে পত্র, পল্লব ও পুষ্পে রুপান্তরিত হয়ে স্বাধীনতায় রুপ নেয় ।
গতকাল ছিল সরকারী ছুটি তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে অদ্য বিকালে আইসিটি টাওয়ার এর মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ্এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব সুবির কিশোর চৌধুরি ।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্বরণ করেন ও অত্যন্ত চমৎকারভাবে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন । পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহবান জানান।
মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেন ,
- আঁধার অতিক্রম করে আজ আমরা নতুন সূর্য উঠার দিনে দাঁড়িয়ে আছি।
- ১১ মার্চ ১৯৪৭ ভাষা আন্দোলন দিয়ে প্রথম যে আন্দোলন এর সূচনা করেছিলেন তা-ই পরবর্তীতে পত্র, পল্লব ও পুষ্পে রুপান্তরিত হয়ে স্বাধীনতায় রুপ নেয় ।
- স্বাধীনতার স্বপ্ন শুরূ হয় ৪৮, ৫২, ৬২, ৬৯, ৭০ ও ৭১ এ সেই স্বপ্ন পরিনত হয়।
- বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর অন্ধকারে থাকা দেশকে বঙ্গবন্ধু তনয়া উদ্ধার করেছেন ।
- বঙ্গবন্ধু তনয়ার দুরদর্শিতায় আজকের বাংলাদেশ বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তিতে নেতৃত্ব দিবে ।
- হাই-টেক পার্ক এ বিনিয়োগকারিরা সকল প্রকার ডিজিটাল ডিভাইস উৎপাদন করবে ।
মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন
- আজকের প্রজন্মের প্রায় ৮০% লোক মুক্তিযুদ্ধ দেখেনি তাই সকলের উচিৎ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা।
- বঙ্গবন্ধু সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন, আমাদের সামনে এখন সংগ্রাম শুধুই অর্থনৈতিক মুক্তির ।
- তথ্য প্রযুক্তি হবে অর্থনৈতিক মুক্তির অন্যতম হাতিয়ার।
Views : 1597
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা