তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান রাখায় সম্মাননা পেল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
প্রকাশঃ ১০:২০ মিঃ, ডিসেম্বর ১২, ২০১৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণসহ আইসিটির সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রাখায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-কে সম্মাননা তুলে দেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণসহ আইসিটির সামগ্রিক উন্নয়নে ব্যাপক অবদান রাখায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-কে সম্মাননা তুলে দেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে সম্মাননা গ্রহন করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-কে। ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান রেখেই চলেছে ।
Views : 2356
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা