মিশরে নিষিদ্ধ হয়ে গেল ইউটিউব!
প্রকাশঃ ১০:৩২ মিঃ, মে ৩০, ২০১৮.jpg)
· মিশরে এক মাসের জন্য নিষিদ্ধ হয়ে গেল YouTube
· 2013 সালে একটি ভিডিও নিয়ে মামলা হয় মিশরের আদালতে
এখনো মিশরে YouTube ও গুগুলের সব সার্ভিস কাজ করছে বলে জানা গিয়েছে
মিশরে এক মাসের জন্য নিষিদ্ধ হয়ে গেল YouTube। মিশরের এক শীর্ষ আদালত ভিডিও ফাইল শেয়ারিং সাইট YouTube কে এক মাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে। মহম্মদের ছবি নিয়ে মজা করার জন্য মিশরে নিষিদ্ধ হয়েছে YouTube। সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
আদালত মিশরে সরকারের দুরসংযোগ ও প্রযুক্তি মন্ত্রককে YouTube ব্লক করে দেওয়ার আদেশ জানিয়েছে। 2013 সালে একটি ভিডিও নিয়ে মামলা হয় মিশরের আদালতে। আর সেই মামলার রায়ে এই আদেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত Google এর এই সার্ভিস বিশ্বে সবথেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সার্ভিস।
মিশর সরকার জানিয়েছে শুধুমাত্র YouTube নিষিদ্ধ করা সম্ভব নয়। এই আদেশ বলবত করতে হলে নিষিদ্ধ করতে গবে Google এর সার্চ ইঞ্জিন। আর তা যদি সত্যি হয় হবে বিশাল ক্ষতির মুখে পড়বে আরবের সবথেকে জনসংখ্যার এই দেশটি। কাজ হারাবেন অনেক তরুন তরুনী।
যদিও এই বিষয়ে মিশরে সরকারের দুরসংযোগ ও প্রযুক্তি মন্ত্রককের তরফে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। এখনো মিশরে YouTube ও গুগুলের সব সার্ভিস কাজ করছে বলেই জানানো হয়েছে ঐ রিপোর্টে।
এই ঝামেলার শুরু 2012 সালে একটি ছবি “ইনোসেন্স অফ মুলিমস” কে নিয়ে। 13 মিনিটের এই ছবিটি তৈরী হয়েছিল আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। লো বাজেটের 13 মিনিটের এই ছবি মিশরে আমেরিকা বিরোধী ঝড় তুলেছিল 2012 সালে। এছাড়াও ওন্যান্য মুসলিম দেশেও প্রতিক্রিয়া শুরু হয়েছিল এই ছবির ফলে।
এরপর 2013 সালে মিশরের আদালতে এই ছবি ও YouTube এর বিরূদ্ধে একটি মামলা করেন আইনজীবী মহম্মদ হামিদ সালেম। সেই মামলার রায়েই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মিশরের আদালত। মহম্মদ হামিদ সালেম সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন আদালত এই ছবির সব লিঙ্ক নিষিদ্ধ করে দেওয়ার নির্দের দিয়েছেন।
তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে তা এখনো জানানো হয়নি মিশর সরকারের তরফ থেকে। জানানো হয়নি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র YouTube এর উপরে বলবৎ হবে নাকি সেই দেশে বন্ধ হয়ে যাবে গুগুলের সব পরিষেবা।
Gadgets 360 অবলম্বনে
Views : 1990
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা