শুল্ক কমলো সফটওয়্যার আমদানিতে ২০ শতাংশ, ভ্যাট বিলুপ্ত

প্রকাশঃ ০৩:০৮ মিঃ, জুন ৭, ২০১৮ Card image cap

আগে এসব সফটওয়্যারে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ আর ভ্যাট ১৫ শতাংশ।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

সফটওয়্যার আমদানিতে শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তুলে দেয়ার কথা বলা হয়েছে ভ্যাটও।

ফলে বিদেশি সফটওয়্যারের দাম কমবে বলা যায়।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ডেটবেইজ, অপারেটিং সিস্টেম, ডেভলমেন্টস টুল, প্রোডাক্টিভিটি, অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিনের জন্য কমিউনিকেশন বা কোলাবরেশন সফটওয়্যারসহ বিভিন্ন সফটওয়্যারে এই ছাড় দেয়ার কথা বলা হয়েছে।

আগে এসব সফটওয়্যারে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ আর ভ্যাট ১৫ শতাংশ।


Views : 1247

সম্পর্কিত পোস্ট