ইউনিসেফ ও ফেইসবুকের যৌথ উদ্যোগ: শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট
প্রকাশঃ ০৮:৪৬ মিঃ, মার্চ ৩০, ২০১৮
ইউনিসেফ ও ফেসবুকের যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট শীর্ষক দিনব্যাপী একটি মহোৎসব আয়োজিত হয়েছে। আজ ৩০ শে মার্চ শুক্রবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিশু-কিশোরদের উপযোগী ইন্টারনেট পণ্য প্রদর্শনী ও কর্মশালা হয়েছে। সারা বাংলাদেশর শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি। উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে সকাল 9 টা 30 মিনিটে ।একইদিন সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে বিকাল পাঁচটায় । উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বক্শিতারা শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন । সেই সাথে ইউনিসেফ ও ফেসবুকের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আজকাল ইন্টারনেটের বহুল ব্যবহারের কারণে শিশু-কিশোরদের জন্য ইন্টারনেটের খারাপ ও ভালো দিকগুলো তুলে ধরেন এবং এ সমস্যা সমাধানকল্পে বিভিন্ন পরামর্শ প্রদান করেন । ইউনিসেফ ও ফেসবুকের এই যৌথ উদ্যোগ একটি যুগোপযোগী উদ্যোগ বলেও উল্লেখ করেন। কর্মশালায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
Views : 1303
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা