লাইসেন্স হারাচ্ছে উবার!
প্রকাশঃ ০৯:০৬ মিঃ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। ফলে লন্ডনে ৪০ হাজারেরও বেশি ড্রাইভার সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বলে জানা যায়। তবে আগামী ২১ দিনের মধ্যে উবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে। বর্তমানে লন্ডনে ৩৫ লাখ উবার অ্যাপ ব্যবহারকারী আছে।
স্মার্টফোনের অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার-এর লাইসেন্স বাতিল করেছে লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা। ফলে সেপ্টেম্বর মাস শেষ থেকেই লন্ডনে উবার তার কার্যক্রম চালাতে পারবে না।
এ সিদ্ধান্ত বিশাল এই নেটওয়ার্কের জন্য বড় ধরনের আঘাত এবং শঙ্কার কথা। ফলে লন্ডনে ৪০ হাজারেরও বেশি ড্রাইভার সরাসরি ক্ষতিগ্রস্থ হবে বলে জানা যায়। বর্তমানে লন্ডনে ৩৫ লাখ উবার অ্যাপ ব্যবহারকারী আছে।
উবারে কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন ইউনিয়ন, আইনপ্রণেতা এবং ব্ল্যাক ক্যাবের চালকেরা আগে থেকেই নানামুখি সমালোচনা করে আসছিলেন।
লন্ডনে উবারের লাইসেন্সের মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর। তবে আগামী ২১ দিনের মধ্যে উবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে।
সূত্র বলছে, নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি ইস্যুতে দায়িত্বের দুর্বলতার জন্য উবারের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
Views : 1223
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা