ফোর-জি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন

প্রকাশঃ ১১:১৪ মিঃ, জুলাই ২৪, ২০১৮ Card image cap

দেশে তৈরি প্রিমো জিএফসেভেন মডেলের ফোর-জি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। স্মার্টফোনটিতে ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ পর্দা, ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ, সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়েল সিম সুবিধা, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) এবং ২,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। পাওয়া যাবে নীল ও সোনালি রঙে।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

দেশে তৈরি প্রিমো জিএফসেভেন মডেলের ফোর-জি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। স্মার্টফোনটিতে ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ পর্দা, ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ, সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়েল সিম সুবিধা, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) এবং ২,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। পাওয়া যাবে নীল ও সোনালি রঙে। ৩০ দিনের তাৎক্ষণিক রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে এতে । দাম মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা।দেশে তৈরি প্রিমো জিএফসেভেন মডেলের ফোর-জি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন। স্মার্টফোনটিতে ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ পর্দা, ১.২৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৬৪ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ, সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়েল সিম সুবিধা, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) এবং ২,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। পাওয়া যাবে নীল ও সোনালি রঙে। ৩০ দিনের তাৎক্ষণিক রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা থাকছে এতে । দাম মাত্র ৫ হাজার ৯৯৯ টাকা।


Views : 1470