মাতৃত্বের সৌন্দর্য: সন্তান জন্মের পর শুরু হয় এক নতুন জীবনের গল্প

প্রকাশঃ ০৫:৫১ মিঃ, মে ২৫, ২০২৫ Card image cap

মায়ের ভালো থাকা মানেই সন্তানের, পরিবারের, আমাদের সবার ভালো থাকা

সম্পাদকীয়:

মাতৃত্বের সৌন্দর্য: সন্তান জন্মের পর শুরু হয় এক নতুন জীবনের গল্প
— নাসরীন হামিদ | ২৫ মে ২০২৫

সন্তান যখন মায়ের গর্ভে থাকে, সবাই তাকে স্নেহ আর যত্নে ভরে রাখে। কিন্তু ঠিক তখনই আসল গল্পের শুরু হয়, যখন শিশুটি প্রথম কান্নায় পৃথিবীকে ছুঁয়ে যায়।

একজন মা তার ক্ষয় হওয়া শরীর, কাটাছেঁড়ার যন্ত্রণা, ঘুমহীন রাত — সবকিছু হাসিমুখে মেনে নেয়। কেন? কারণ সে জানে, এখন তার জীবনে এসেছে সবচেয়ে সুন্দর দায়িত্ব: মা হওয়া।

মাতৃত্ব মানে শুধু ক্লান্তি নয় — এটি এক নতুন শক্তির, এক নতুন ভালোবাসার উৎস। নবজাতক শিশুর একটুখানি হাসি, একটুখানি স্পর্শ মায়ের মন ভরে দেয় অজানা আনন্দে।

তবুও, প্রতিটি মায়ের প্রয়োজন সহায়তা, একটুখানি বিশ্রাম, একটুখানি নির্ভরতা। তার পাশে দাঁড়ান, তাকে সাহস দিন, তার হাতে কিছুটা সময় দিন। দেখবেন, সেই হাসিমুখী মায়ের শক্তি আরও দ্বিগুণ হয়ে যাবে।

ভালো থাকুক পৃথিবীর প্রতিটি মা — কারণ তাদের ভালো থাকাই আমাদের সবার ভালো থাকা।


Views : 235