অভিযোগ  নাসরীন হামিদ 

প্রকাশঃ ০৮:৩৬ মিঃ, মে ২৬, ২০২৫ Card image cap

অভিযোগ 
নাসরীন হামিদ 
২৮/০৩/২৫

:

অভিযোগ 
নাসরীন হামিদ 
২৮/০৩/২৫

একদিন মেঘ হয়ে যাবো,
সমস্ত অভিযোগ, অভিমান নিয়ে আকাশের কোলে ভেসে থাকবো।
কেউ ডাকবে না, কেউ থামাবে না।
শুধু বাতাস ছুঁয়ে বলবে— "চলো, আজ একটু কেঁদে নিই!"

আমি কাঁদবো।
ঝরিয়ে দেবো জমে থাকা সব গোপন কষ্ট,
নিশ্চুপ রাতের আঁধারে মিশে যাবে আমার সমস্ত শব্দহীন কান্না।
মাটির গায়ে পড়বে বৃষ্টির স্পর্শ,
মানুষ বলবে— "আহা! কী সুন্দর বর্ষা!"
কিন্তু কেউ জানবে না,
এ শুধু এক অভিমানী মেঘের অশ্রুপাত।

তারপর?
একদিন ক্লান্ত হয়ে যাবো,
রোদ এসে বলবে— "এবার থামো, শুকিয়ে যাও!"
আমি মিলিয়ে যাবো বাতাসে,
নির্বাসিত হবো রোদ্দুরের উত্তাপে।
তবু অভিযোগ থেকে যাবে,
এই পৃথিবীর প্রতি, এই আকাশের প্রতি...

কিন্তু আমি তো অভিমানের এক জলকণা,
হাওয়ার সাথে উড়েই মিলিয়ে যাবো নীল অসীমে...


Views : 153