রাস্তা খোড়াখুড়ি: চরম ভোগান্তিময় রাজধানীবাসির জীবন

প্রকাশঃ ০৭:৫৬ মিঃ, মে ২২, ২০১৮ Card image cap

সবগুলো মন্ত্রণালয় একসাথে কাজ করার জন্য ও সুষ্ঠ সমন্বয়ের জন্য রয়েছে মন্ত্রীসভা। যদি প্রতিটি মন্ত্রণালয় তাদের কাজের যথাযথ ও সুষ্ঠসমন্বয় করলে এক বছর কেন আগামী পঞ্চাশ বছরের কর্মপরিকল্পনা নির্ধারনও অসম্ভব কিছু নয়। এত দীর্ঘ সময়ের জন্য না হলেও মোটামুটি ১০-২০ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা সহজ সাধ্য হবে। উন্নত দেশগুলোতে বেশিরভাগ পরিকল্পনা হয় দীর্ঘমেয়াদি। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এই দেশে এখন উন্নত দেশগুলোকে অনুসরন করে একটি আদর্শ দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রনয়ণ অবশ্যই সম্ভব।

সম্পাদকীয়:

প্রতি বছর শীতের শেষে শেষে রাজধানীবাসির জীবনে নেমে আসে এক চরম ভোগান্তী যার নাম রাস্তা খোড়াখুড়ি। এটি প্রতি বছর এখন যেন একটি সাধারন বিষয় হয়ে দাড়িয়েছে। শুরু হয় বর্ষা, দিনের পর দিন মাসের পর মাস চলতে থাকে মানুষের ভোগান্তি এক পার্শ্বে খোড়া শেষ না হতেই আরেক পার্শ্বে খোড়াখুড়ি শুরু হয়ে যায়। বর্ষা, বৃষ্টি ও কাদামাখামাখি জীবন নিয়ে রাজধানীর মানুষকে প্রতিনিয়ত ছুটতে হয় জীবিকা অন্বেষনে। এসব কারনে দূর্ঘটনতো হরহামেশা হচ্ছেই জমানো পানি, কাদা, গর্তে দূর্ঘটনা নিত্ত নৈমিত্তিক ব্যাপার। কখনও রিক্সা উল্টে যাওয়া, গাড়ির চাকা দেবে যাওয়া ইত্যাদি। খাল ভরাট বা দখলেরে কারনে বর্ষায় বৃষ্টির পানি আটকে বা জমে থাকাতো পুরনো ঘটনা।

এসব থেকে পরিত্রনের জন্য নগরির মানুষের হাসপাশ দেখে দীর্ঘশাস ছাড়া যেনো আর কোন উপায় নেই । আছে মন্ত্রীসভা, আছে যথেষ্ট দুরদর্শী সরকার ব্যবস্থা তাহলে কেন এই ভোগান্তিময় জন জীবন?

সবগুলো মন্ত্রণালয় একসাথে কাজ করার জন্য ও সুষ্ঠ সমন্বয়ের জন্য রয়েছে মন্ত্রীসভা। যদি প্রতিটি মন্ত্রণালয় তাদের কাজের যথাযথ ও সুষ্ঠসমন্বয় করলে এক বছর কেন আগামী পঞ্চাশ বছরের কর্মপরিকল্পনা নির্ধারনও অসম্ভব কিছু নয়। এত দীর্ঘ সময়ের জন্য না হলেও মোটামুটি ১০-২০ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা সহজ সাধ্য হবে। উন্নত দেশগুলোতে বেশিরভাগ পরিকল্পনা হয় দীর্ঘমেয়াদি। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এই দেশে এখন উন্নত দেশগুলোকে অনুসরন করে একটি আদর্শ দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রনয়ণ অবশ্যই সম্ভব।

শুধুমাত্র সরকারের উপর মহল, মন্ত্রীসভা কিংবা কর্তৃপক্ষের একটু সদইচ্ছাই রাজধানীবাসিকে মুক্তি দিতে পারে এ ভোগান্তি হতে। তাই এখন সময় হয়েছে সংশ্লিষ্টদের এসব বিষয়ে নজর দিয়ে যে সব কাজের জন্য রাস্তা কাটতে হয় সবগুলো মন্ত্রণালয় একসাথে এবং একই সময়ে পরিকল্পনামাফিক করে ফেললে প্রতি বছর নতুন করে এ ভোগান্তি থেকে রাজধানীবাসি পরিত্রান পেতে পারে।

 


Views : 1642