আগামী আগস্টে টেলিটক ফোরজি সেবা চালু করবে
প্রকাশঃ ০৬:০১ মিঃ, এপ্রিল ২, ২০১৮
সরকারের মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক আগামী আগস্টে ৪র্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সেবা চালু করতে পারবে বলে অশাবাদ ব্যক্ত করেছে। গতকাল ০১/০৪/২০১৮ তারিখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টেলিটক এসব কথা জানায় ।
সরকারের মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক আগামী আগস্টে ৪র্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সেবা চালু করতে পারবে বলে অশাবাদ ব্যক্ত করেছে। গতকাল ০১/০৪/২০১৮ তারিখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টেলিটক এসব কথা জানায় ।
বৈঠকে টেলিটক আরোও জানায়, টেলিটক শুরুতে নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় শহরগুলোতে ফোরজি সেবা চালুর পরিকল্পনা নিয়েছে।এই বছরের মধ্যেই জেলাসদরগুলোতেও ফোরজি সেবা চালু করা হবে , এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৮৩ কোটি টাকা। এছাড়াও ফোরজি নেটওয়ার্ক স্থাপনে এলজি ইউ প্লাস ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের একটি প্রস্তাব দিয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো
Views : 1396
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা