আগামী আগস্টে টেলিটক ফোরজি সেবা চালু করবে

প্রকাশঃ ০৬:০১ মিঃ, এপ্রিল ২, ২০১৮ Card image cap

সরকারের মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক আগামী আগস্টে  ৪র্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সেবা চালু করতে পারবে বলে অশাবাদ ব্যক্ত করেছে। গতকাল ০১/০৪/২০১৮ তারিখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টেলিটক এসব কথা জানায় ।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

সরকারের মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক আগামী আগস্টে  ৪র্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক সেবা চালু করতে পারবে বলে অশাবাদ ব্যক্ত করেছে। গতকাল ০১/০৪/২০১৮ তারিখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে টেলিটক এসব কথা জানায় ।

বৈঠকে টেলিটক আরোও জানায়, টেলিটক শুরুতে নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় শহরগুলোতে ফোরজি সেবা চালুর পরিকল্পনা নিয়েছে।এই বছরের মধ্যেই জেলাসদরগুলোতেও ফোরজি সেবা চালু করা হবে , এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৮৩ কোটি টাকা। এছাড়াও ফোরজি নেটওয়ার্ক স্থাপনে এলজি ইউ প্লাস ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের একটি প্রস্তাব দিয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো


Views : 1396