শুল্ক বাড়ল মোবাইল চার্জার আমদানিতে

প্রকাশঃ ০৩:১৩ মিঃ, জুন ৭, ২০১৮ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

বৃহস্পতিবার জাতীয় সংসদের ২১তম অধিবেশনে টানা ১০ বার বাজেট দিয়ে রেকর্ড করা অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ করেন।

অর্থমন্ত্রীর করা বাজেট প্রস্তাবে বিদেশ থেকে আমদানি করা ১০ ভোল্টের নিচে বিভিন্ন ধরনের মোবাইল ও ব্যাটারি চার্জার, ২০০০ ভোল্ট পর্যন্ত ইউপিএস, আইপিএস, ভোল্টেজ স্টাবিলাইজারের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করর প্রস্তাব করেছেন।

আগামী অর্থবছরের বাজেটে মোবাইল চার্জার আমদানির উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

একই সঙ্গে স্বয়ংক্রিয় সার্কিট ব্রেকার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করারও প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশে মোবাইল ও ব্যাটারি চার্জারের দাম আগামী অর্থ বছর থেকে বাড়তে পারে।

তবে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং লিথিয়াম পলিমার ব্যাটারি আমদানির উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। শুধু ব্যাটারি নয়, বাজেটে দেশে সেলুলার ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কতিপয় কাঁচামালের উপর থেকে শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।


Views : 1710