বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে মোবাইল ফোন এসেম্বলিং এবং উৎপাদন করবে SBTel Enterprise
প্রকাশঃ ০৫:০৮ মিঃ, নভেম্বর ২৯, ২০১৮
বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরের ২৩ নং প্লটে ৫.১৬ একর জমি SBTel Enterprise-কে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে তারা মোবাইল ফোন এসেম্বলিং এবং উৎপাদন করবে। কোম্পানির পক্ষ থেকে সেখানে ১২০ কোটি টাকা বিনিয়োগের এবং ৩০০০ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও SBTel Enterprise এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Views : 2015
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা