বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে মোবাইল ফোন এসেম্বলিং এবং উৎপাদন করবে SBTel Enterprise

প্রকাশঃ ০৫:০৮ মিঃ, নভেম্বর ২৯, ২০১৮ Card image cap

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরের ২৩ নং প্লটে ৫.১৬ একর জমি SBTel Enterprise-কে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে তারা মোবাইল ফোন এসেম্বলিং এবং উৎপাদন করবে। কোম্পানির পক্ষ থেকে সেখানে ১২০ কোটি টাকা বিনিয়োগের এবং ৩০০০ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) জনাব হোসনে আরা বেগম এনডিসি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও SBTel Enterprise এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Views : 2015