হোয়াটস অ্যাপে আসছে গ্রুপ ভিডিও কল
প্রকাশঃ ০৭:৩০ মিঃ, মে ২১, ২০১৮
নতুন অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে ফেইসবুক মালিকানাধীন চ্যাটিং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে।হোয়াটস অ্যাপে আসছে গ্রুপ ভিডিও কল।ক্যালিফোর্নিয়ার স্যান হোসের ম্যাকইনারি কনভেনশন সেন্টারে মঙ্গলবার শুরু হওয়া বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ বর্তমানে অন্যতম বার্তা আদান প্রধান অ্যাপ, এর আগে এই অ্যাপে গ্রুপ/দলীয় ভিডিও কলের কোন সুযোগ ছিলনা। ইতোমধ্যে বেশকিছু ভাগ্যবান ডিভাইসে গ্রুপ ভিডিও কল কাজ করা শুরু করে দিয়েছে ।
Views : 1095
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা