আর নয় ব্যাকরণের ভুল
প্রকাশঃ ১২:৫২ মিঃ, জুলাই ২৭, ২০১৮
এবার ব্যাকরণগত ভুল আপনাআপনি ঠিক করতে নতুন প্রযুক্তি আনছে গুগল
স্মার্ট যন্ত্রে লেখা ভুল বানান স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের প্রযুক্তি আছে। তবে ব্যাকরণের ভুল সব সময় নির্ভুলভাবে সংশোধন করা সম্ভব হয় না। এবার ব্যাকরণগত ভুল আপনাআপনি ঠিক করতে নতুন প্রযুক্তি আনছে গুগল। গুগল ডকসে লেখা বাক্যের ব্যাকরণের ভুল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে শুধরে দেওয়ার সুবিধা যোগ করছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার নতুন সুবিধাটির ঘোষণা দেয় গুগল, গুগল ক্লাউড নেক্সট সম্মেলনে । গুগল ডকসে এখন পর্যন্ত নিজস্ব কোনো ব্যাকরণ যাচাই সুবিধা ছিল না। গুগল ডকসে কোনো বাক্য লেখা হলে তাতে কোনো ব্যাকরণগত ভুল থাকলে সঙ্গে সঙ্গেই দেখাবে এ প্রযুক্তি। এআইয়ের ব্যবহারে ব্যাকরণের জটিল ভুলও চিহ্নিত হবে। গুগল অনুবাদ সেবায় ব্যবহৃত এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হবে এতে। ‘ব্যাকরণের সহজ নিয়মগুলো অনুসরণ করে আমাদের এআই বিভিন্নি ধরনের সংশোধন করতে পারে, এক ব্লকপোস্টে গুগল জানিয়েছে। তবে আরও জটিল ব্যাকরণগত ভুলও ধরতে পারবে এআই। মেশিন লার্নিংয়ের মাধ্যমে প্রতিনিয়তই নতুন ব্যাকরণও শিখাবে এ প্রযুক্তি।’ প্রাথমিকভাবে বিনা মূল্যে এ সুবিধা পাওয়া যাবে না। গুগল ডকসের গ্রাহক যাঁরা, তাঁরাই এ সুবিধা পাবেন। ব্যাকরণ শুধরে দেওয়ার প্রযুক্তি গুগলের প্রথম নয়। মাইক্রোসফট ওয়ার্ড এবং অ্যাপল পেইজেও একই প্রযুক্তির ব্যবহার রয়েছে। তবে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার সীমিত। সূত্র: ম্যাশেবল
Views : 1121
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা