সফটওয়্যার প্রত্যয় তৈরি পোশাকশিল্পের জন্য

প্রকাশঃ ১১:১০ মিঃ, জুলাই ২৩, ২০১৮ Card image cap

তৈরি পোশাকশিল্পের জন্য ‘প্রত্যয়’ নামে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার প্রকাশ করেছে ব্যাবিলন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নিউজেন টেকনোলজি লিমিটেড

বিশেষ প্রতিনিধি:

তৈরি পোশাকশিল্পের জন্য ‘প্রত্যয়’ নামে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার প্রকাশ করেছে ব্যাবিলন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নিউজেন টেকনোলজি লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, তৈরি পোশাক খাতে আরও একটি মাইলফলক অর্জনের প্রত্যয় নিয়েই তৈরি করা হয়েছে প্রত্যয় সফটওয়্যার। সফটওয়্যারটিতে ব্যবহার করা প্রযুক্তি আর্থিক ডেটার নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা দিতে পারে।এর পেছনেও কাজ করছে দক্ষ, উদ্যমী ও আত্মপ্রত্যয়ী একটি দল। তৈরি পোশাক খাতের পুরো প্রক্রিয়া আরও সহজ, গতিশীল ও স্বচ্ছ করার জন্য নানা সুবিধা যোগ করা হয়েছে এতে। প্রত্যয় সফটওয়্যারটি এরই মধ্যে ব্যাবিলন গ্রুপের সব কটি কারখানায় বাস্তবায়নের পাশাপাশি আর্গন ডেনিমস লিমিটেড, এজে গ্রুপ লিমিটেডসহ তৈরি পোশাক খাত এবং টেক্সটাইল খাতের অনেক প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে বলে জানানো হয়। সফটওয়্যারটি আন্তর্জাতিক বাজারে ছাড়ার পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লিয়াকত হোসেন।


Views : 1251