আজ মহান স্বাধীনতা দিবস

প্রকাশঃ ০৮:১৭ মিঃ, মার্চ ২৬, ২০১৮ Card image cap

 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'- বঙ্গবন্ধুর এই অমোঘ উচ্চারণে রচিত এক অমর মহাকাব্য

সম্পাদকীয়:

সময় বদলায় ইতিহাস অক্ষত থাকে , ইতিহাস কথনও সময়ের স্রোতে ভাসেনা। তবে ইতিহাস তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, বোধের গভীরে গিয়ে আমাদের পথ দেখায়, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জাতীয় চেতনা । আমাদের স্বাধীনতা ও স্বপ্নের শেকড় বপন করেছিলেন আমাদের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বঙ্গবন্ধু , বাঙ্গালি , বাংলাদেশ , সার্বভৌমত্ব সব মিলেমিশে একাকার ।  

কাপুরুষরা সবসময় পিছন থেকে আঘাত হানে। ২৫ মার্চ  এর কাল রাতের নরকীয় হত্যাযজ্ঞ সেরকম কাপুরুষোচিত আর বর্বরোচিত । সেই ভয়াল রাত দেখিনি , মু্ক্তিযুদ্ধ দেখিনি, তবে  ২ নং সেক্টরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও অনেক সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি । তাই ছোটবেলা থেকেই  আমার মনের ভিতর মুক্তিযুদ্ধের নানান রুপরেখা  তৈরী হয়েছে তাকে আমি সযতনে লালন করি এবং এই চেতনা আমাকে পথ দেখায়। 

প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের চেতনাকে পথ প্রদর্শন করে নিয়ে যেতে পারে এক অনন্য উচ্চতায়। ২৬ মার্চ সূচনা হয়েছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের । আজ থেকে ৪৭ বছর আগে সূুচিত হওয়া স্বাধীনতা নানন কর্মসূচিতে যথাযোগ্য মর্যাদায় সারাদেশব্যাপী পালিত হলো।  'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'- বঙ্গবন্ধুর এই অমোঘ উচ্চারণে রচিত এক অমর মহাকাব্য। 

আজ সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন তারা। বাণী দিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গোটা জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে  স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। 


Views : 1273