মার্কিন যুক্তরাষ্ট্রে 'বাংলাদেশ রাইজিং কনফারেন্স' এ সোনিয়া বশির কবির

প্রকাশঃ ০৩:০৯ মিঃ, মে ২৮, ২০১৮ Card image cap

বিশেষ প্রতিনিধি:

মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ রাইজিং কনফারেন্স' শীর্ষক একটি দিনব্যাপী উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাইক্রোসফ্ট বাংলাদেশ, নেপাল, ভুটান এবং লাওস এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বাশির কবির বাংলাদেশ রাইজিং বিষয়ে বক্তব্য রাখেন।এই সম্মেলনকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় একাডেমিক সম্মেলন হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বাংলাদেশের উন্নয়নের বিস্তার এবং পুনর্বাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন কেন্দ্রের সাথে সহযোগিতায় বোস্টন ভিত্তিক গবেষণা সংস্থা আন্তর্জাতিক টেকসই ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসডিআই)ও হাভার্ড কেনেডি স্কুল যৌথভাবে সম্মেলনটি আয়েজন করে। শনিবার, 1২ মে , 8 টা (মার্কিন সময়) শুরু হলে 9 টা পর্যন্ত সম্মেলন চলছিল।


Views : 1364

সম্পর্কিত পোস্ট