দেশব্যাপী উদযাপন করা হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮
প্রকাশঃ ১০:৫১ মিঃ, ডিসেম্বর ১২, ২০১৮
দেশব্যাপী উদযাপন করা হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮’। গত বছর প্রথমবার দিবসটি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালিত হয়, এবার দিনটির নাম বদলে করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।
দেশব্যাপী উদযাপন করা হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮’। গত বছর প্রথমবার দিবসটি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালিত হয়, এবার দিনটির নাম বদলে করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে ছিল গ্রাফিক্যাল পই প্রদর্শনী, রোবো-ওয়ার, থিম সং পরিবেশন, লোগো উন্মোচন, ইনোভেশন শোকেসিং, ইন্টারেক্টিভ পাজল গেম, ইন্টারেক্টিভ স্ক্রীণ এবং সম্মাননা স্মারক প্রদান থেকে শুরু করে আরো অনেক কিছু।
ডিজিটাল বাংলাদেশ দিবস পালনের অংশ হিসেবে ৬ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে দেয়া হলো ডিজিটাল বাংলাদেশ সম্মাননা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে অসামান্য অবদান রাখায় এই সম্মাননা প্রদান করা হয়।
Views : 2340
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা