বঙ্গবন্ধু স্যাটেলাইট-১- এর সফল উৎক্ষেপণ উদযাপন এবং জয়দেবপুর ও বেতবুনিয়ায় ‘সজীব ওয়াজেদ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ এর উদ্বোধন

প্রকাশঃ ১০:৫৩ মিঃ, জুলাই ৩১, ২০১৮ Card image cap

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর জন্য গাজীপুরের তেলীপাড়ার ভূ-উপগ্রহ কেন্দ্রটি প্রাইমারি গ্রাউন্ড স্টেশন এবং রাঙামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন হিসেবে কাজ করবে।

প্রযুক্তি বাংলা কনটেন্ট কাউন্সিলর:

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১- এর সফল উৎক্ষেপণ উদযাপন এবং জয়দেবপুর ও বেতবুনিয়ায় ‘সজীব ওয়াজেদ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বক্তব্যে বলেন, শুধু শহরের মানুষ এগিয়ে যাবে যাবে, গ্রামের মানুষ পিছিয়ে থাকবে- এটা আমি চাই না। আমার স্বপ্ন ছিল, ডিজিটাল বাংলাদেশে সকল মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেব। সেজন্য অনেক বছর আগেই পরিকল্পনা নেই আমরা।আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে বিশ্বের সঙ্গে বাংলাদেশের গ্রাম-শহরের সব মানুষের সংযোগ ঘটাতে হবে। এখাতে স্যাটেলাইট ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর জন্য গাজীপুরের তেলীপাড়ার ভূ-উপগ্রহ কেন্দ্রটি প্রাইমারি গ্রাউন্ড স্টেশন এবং রাঙামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ব্যাকআপ গ্রাউন্ড স্টেশন হিসেবে কাজ করবে।

তিনি জানান, অনেক ইউনিয়ন আছে, অনেক দ্বীপ আছে যেখানে ব্রডব্যান্ড নেওয়া সম্ভব না। তাই আমরা পরিকল্পনা করেছি, বঙ্গবন্থু স্যাটেলাইট দিয়ে আমরা সেখানে ব্রডব্যান্ড দেব। যেহেতু স্যাটেলাইট মহাকাশে চলে গেছে, তাই এটা শিগগিরই দেওয়া যাবে। সরাসরি স্যাটেলাইট টেলিভিশন সার্ভিস বা ডিটিএইচ এর লাইসেন্স দেয়া হয়েছে। সারা বিশ্বকে আমাদের দেশের মানুষ যেন দেখতে পারে। আমরা কোনও দেশ থেকে পিছিয়ে থাকবো না।

দেশের টেলিভিশন চ্যানেলগুলো বিদেশি স্যাটেলাইট থেকে সার্ভিস নিয়ে প্রত্যেক বছর কোটি কোটি টাকা দেয়। এই সেবা এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট হতে মিলবে, টাকাও পাবে দেশ। এর ফলে ব্যালেন্স অব পেমেন্টে চাপ পড়বে না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে খরচ সেটাও উঠে আসবে।


Views : 1234

সম্পর্কিত পোস্ট