ই-গভর্নমেন্ট উন্নয়সূচক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৩৯টি দেশের দেশের মধ্যে ১১৫তম অবস্থানে উঠে এসেছে
প্রকাশঃ ১১:১৫ মিঃ, জুলাই ২৩, ২০১৮
ই-গভর্নমেন্ট উন্নয়সূচক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৩৯টি দেশের দেশের মধ্যে ১১৫তম অবস্থানে উঠে এসেছে।
জাতিসংয়ের প্রতিবেদনে ই-গভর্নমেন্ট সেবায় এগিয়েছে বাংলাদেশ।গত দুই জরিপে ৩৫ ধাপ এগিয়ে এই অবস্থানে এসেছে বাংলাদেশ। ই-গভর্নমেন্ট উন্নয়সূচক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৩৯টি দেশের দেশের মধ্যে ১১৫তম অবস্থানে উঠে এসেছে। রাজধানীর আইসিটি টাওয়ারের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে গতকাল রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করে অ্যকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি । সেখানে এই তথ্য জানানো হয়। প্রধান অতিথি ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জাব্বার বলেন, শুধু কাজ করলেই হবে না। এই কাজ সারা বিশ্বকে জানাতে হবে। অতীতে বাংলাদেশের যে অবস্থা ছিল, বর্তমানে তার চেয়ে অনেক ভালো অবস্থানে আছে । বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, আমরা ধারাবাহিক ভাবে এগিয়ে যাচ্ছি । নয় বছর ধরে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ঘোষনার আগে তেমন কিছুই ছিল না, এখন অনেক কিছুই আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআই প্রুকল্পের নীতিমালা উপদেষ্টা অনির চৌধুরী, এটুআইয়ের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অনেকে। সম্মেলনে জানানো হয়, ধীরে ধীরে ই- গভর্নমেন্ট উন্ননসূচক র্যাঙ্কিংয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থানও সুসংহত হচ্ছে। সবচেয়ে ভালো অবস্থানে ২০১৬ সালে। সেবার ২৪ ধাপ এগিয়ে ১৪৮ অবস্থান থেকে ১২৪ অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। চলতি বছরের ১৯ জুলাই প্রকাশিত জাতিসংঘের করা তালিকায় বাংলাদেশ আরও ৯ ধাপ উপরে ওঠে ১১৫ নম্বরে পৌঁছায়। টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন সহজ করতে ২০০১ সাল থেকে জরিপের মাধ্যমে দেশগুলোর অবস্থান নির্ধারন করে আসছে জাতিসংঘ। এই তলিকায় শীর্ষ তিনটি দেশ হলো যাথাক্রমে ডেনমার্ক , অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।
Views : 1433
সম্পর্কিত পোস্ট
ব্লগ

একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি — নাসরিন হামিদ
একাকীত্বে আমি সৃষ্টিকর্তার ছায়া দেখি
— নাসরিন হামিদ
২১/০৫/২৫
মানুষ একাকী হলে, সে কাঁদে না— সে জেগে ওঠে।
যখন চারপাশে কেউ থাকে না,
তখনই সে দেখতে পায়—
অদৃশ্য এক আলো,
যা শুধু সৃষ্টিকর্তার কাছ থেকে আসে।
আমি একা যখন, আমি সবচেয়ে শক্তিশালী।
কারণ তখনই আমি শুনতে পাই তাঁর ডাক,
যিনি আমাকে সৃষ্টি করেছেন ভাঙার জন্য নয়,
জেগে ওঠার জন্য।
মানুষ ভীড়ের মধ্যে নয়,
নির্জনতায় তার সবচেয়ে পবিত্র রূপে পৌঁছে যায়।
কা