মাগুরায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ বন্ধ করে দিলো স্থানীয় প্রশাসন

প্রকাশঃ ১১:১৬ মিঃ, জুলাই ৫, ২০১৮ Card image cap

বিশেষ প্রতিনিধি:

গেল বছরের শুরুতেই মাগুরা সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী একসাথে যে কয়টি প্রকল্প উদ্বোধন করেন, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর মধ্যে অন্যতম। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ এই আইটি প্রকল্পসমূহ। তাই আকস্মিক এই প্রকল্পের  কাজ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ব্যাপার।

মাগুরায় নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর কাজ বন্ধ করে দিলো স্থানীয় প্রশাসন। প্রকল্প সূত্রে জানা গিয়েছে, মাগুরার স্টেডিয়াম সংলগ্ন প্রায় পাঁচ একর জায়গায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু করেছিলো লিটন ট্রেডার্স। নির্বিঘ্নে কাজ করার জন্য গত ২৯ জুন  প্রকল্প এলাকায় থাকা কিছু গাছ কাটা হয়। প্রকল্প এলাকায় গাছগুলো নিরাপদ না থাকায় পার্শ্ববর্তী নিরাপদ স্থানে গাছগুলো রাখা হয়। এ বিষয়ে প্রকল্পের কর্মকর্তাদের সাথে সদর উপজেলার ইউএনও আবু সুফিয়ানের যোগাযোগও হয়। কিন্তু মাগুরা জেলার ডিসি আতিকুর রহমানের নির্দেশে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রুপের তিন জনের নামে মামলা করলে কাজ একেবারে বন্ধ হয়ে যায়।

প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) গোরীশংকর ভট্টাচার্য্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর ব্রেইন চাইল্ড এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একইসাথে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে একরকম উল্লম্ফন সৃষ্টি হবে। এই প্রকল্প দ্রুত শেষ করতে আমাদেরকে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার নির্দেশ দিয়েছেন। কিন্তু স্থানীয় প্রশাসন এভাবে আমাদের কাজে বাধা দিলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা আমাদের জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ হয়ে যাবে।

প্রকল্পের উপ-পরিচালক (উপসচিব) জনাব মোহাম্মদ দিদারুল আলম বলেন, ছোটো-খাটো সমস্যা যা কিনা আমরা নিজেরাই আলাপ করে সমাধান করতে পারি, সেখানে মামলা-মোকাদ্দমার মাধ্যমে বাধা সৃষ্টি করা খুবই দুঃখজনক। আমরা সবাই সরকারেরই অংশ। তাই সরকারের সকল প্রকল্প এবং কর্মকাণ্ড দ্রুত এগিয়ে নেয়া আমাদের সবার দায়িত্ব।

আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে দেশের সাতটি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জ, নাটোরের সিংড়া, কুমিল্লা সদর, নেত্রকোনা সদর, বরিশাল সদর ও মাগুরা সদরে স্থান নির্বাচন করা হয়েছে। প্রতিটি স্থানে ৩৫,৫০০ বর্গফুট আয়তন বিশিষ্ট ভবন ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ১৫,০০০ জনকে আইটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে গতো ০৯জুন কুমিল্লায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব জনাব আ হ ম মুস্তফা কামাল ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এবং ১১জুন নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।  

 

 

 

 


Views : 2353

সম্পর্কিত পোস্ট